বন্ধুর
প্রতি আছে অনেক টান,
ভালোবাসে ক্রিকেট,শোনে ইংরেজী গান।
হয়না কারও প্রতি ক্ষীপ্ত,
দারুন ছেলে আমাদের দীপ্ত।
ভালোবাসে ক্রিকেট,শোনে ইংরেজী গান।
হয়না কারও প্রতি ক্ষীপ্ত,
দারুন ছেলে আমাদের দীপ্ত।
ছোট
ছেলে,তবু কেউ করেনা হেলা,
ইঁচড়ামি করে কাটিয়ে দেয় সারাবেলা।
নাম তার পিয়াল,
আমাদের কাছে সে,গণিতের শিয়াল।
ইঁচড়ামি করে কাটিয়ে দেয় সারাবেলা।
নাম তার পিয়াল,
আমাদের কাছে সে,গণিতের শিয়াল।
গোলগাল
রিফাত,ডাকি মামা,
হাসি খুশি সদা,পরে নরমাল জামা।
পড়াশোনায় ভালো,দারুন খেলে ক্যারাম,
খুবি মিশুক সে,নেই কোন ব্যারাম।
হাসি খুশি সদা,পরে নরমাল জামা।
পড়াশোনায় ভালো,দারুন খেলে ক্যারাম,
খুবি মিশুক সে,নেই কোন ব্যারাম।
ক্রিকেট
মাঠে মারে শুধু ছয়,
মাঠ ছাড়ে,সাথে নিয়ে জয়।
লম্বা ছেলে,মনটা খুবই সাদা,
আর কেউ নয়,সে মোদের সাকিব দাদা।
মাঠ ছাড়ে,সাথে নিয়ে জয়।
লম্বা ছেলে,মনটা খুবই সাদা,
আর কেউ নয়,সে মোদের সাকিব দাদা।
দোষ
করেও আমরা সাধু সাজি,
বিজ্ঞানমনষ্ক ছেলেটা কিন্তু খুবই নামাজি।
বিনয় দেখে সবাই বলে বাহ্,
স্যালুট তোমায়,আয়াতুল্লাহ।
বিজ্ঞানমনষ্ক ছেলেটা কিন্তু খুবই নামাজি।
বিনয় দেখে সবাই বলে বাহ্,
স্যালুট তোমায়,আয়াতুল্লাহ।
গোল
মুখ,তাতে খোচা খোচা দাড়ি,
ক্রিকেট ভালো খেলে,তে্রোখাদিয়া তার বাড়ি।
রাগেনা কখনও,থাকে হাসি খুশি,
চিরচেনা রূপক বড়ই আত্মবিশ্বাসী।
ক্রিকেট ভালো খেলে,তে্রোখাদিয়া তার বাড়ি।
রাগেনা কখনও,থাকে হাসি খুশি,
চিরচেনা রূপক বড়ই আত্মবিশ্বাসী।
গল্প
হলো বেশ,
এবার করি শেষ।
তবে তার আগে বলি একটা কথা,
স্কুল শেষে বুঝি এখন,বন্ধুত্ব কী তা।
এবার করি শেষ।
তবে তার আগে বলি একটা কথা,
স্কুল শেষে বুঝি এখন,বন্ধুত্ব কী তা।
No comments:
Post a Comment