Tuesday, 28 August 2012

আমারও লিখতে ইচ্ছে করে


আমার কবিতায় নেই কোন ছন্দ,
যে পড়ে সে-ই বলে মন্দ,
তবু লিখছি,পাচ্ছি আনন্দ।
আমি গল্পকার নই,
বাজারে অনেক গল্পের বই,
আমার গল্প শোনার সময় কই?
চারিদিকে পচা গন্ধ,
দেখেও সাজে অন্ধ,
কার জন্য লিখছি এই প্রবন্ধ?
মানুষের মাথায় অনেক ব্যথা,
সময় নেই অযথা,
কার জন্য করি রসিকতা?
ডানা নেই তুলার,তবু বাতাসে উড়ে,
অনেক ক্ষতি,তবু মুখে সিগারেট পুড়ে,
কোন পাঠক নেই তবু,আমারও লিখতে ইচ্ছে করে।


No comments:

Post a Comment