Sunday, 22 January 2012

বন্ধুত্ব কী


যদি প্রশ্ন করো,বন্ধুত্ব কী?
উত্তর দিবো,দুটো দেহের একই আত্মা।
যদি প্রশ্ন করো,আত্মা কী?
উত্তর দিবো,মানুষের মন।
যদি প্রশ্ন করো,মন কী?
উত্তর দিবো,এক অদৃশ্য সত্ত্বা
যদি প্রশ্ন করো,এই অদৃশ্য সত্ত্বা কী?
উত্তর দিবো,যা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে।
যদি প্রশ্ন করো,কাজটা কী?
উত্তর দিবো,মানুষকে বাঁচিয়ে রাখে।
জানি বলবে,কীভাবে?
তার আগে বলো,মন ছাড়া বাঁচবে কীভাবে?
আমাদের দুঃখ,আমাদের অনুভূতি,
আমাদের হাসি,আমাদের কান্না,
আমাদের ভালোবাসা,এসবের কেন্দ্রে যে আমাদের মন।
আর এই মন,প্রকৃত বন্ধু ছাড়া বোঝে কোন্‌ জন?
আর দু’টি মন আলাদা থাকলে,তা বুঝবে কীভাবে?
তাই,আর দূরে সরিয়ে রেখোনা,কাছে আসতে দাও তাকে।

No comments:

Post a Comment