Showing posts with label কৌতুক. Show all posts
Showing posts with label কৌতুক. Show all posts

Monday, 24 September 2012

কৌতুক


হাসান সাহেব আমার বন্ধু মানুষ।সেদিন বিকেলে বেড়াতে গেছিলাম তাঁর বাড়িতে।উনার বউকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলাম,ভাবি নাই?তখন তাঁর উত্তর,“আমি বউকে বলেছিলাম,রমজান মাস পবিত্র মাস।এই মাসে যেন সে কারও সাথে পরকীয়া না করে।তবে পরকীয়া বলে যে একটা শব্দ আছে,এটা যেন সে ভুলে না যায়,সেজন্যে প্রতিদিন সকালে আর বিকেলে তাকে পরকীয়া করার নির্দেশ দিয়েছি|”
বোকা পাবলিক এর সংগাঃবোকা পাবলিক হল তারা,যারা জানে যে,তারা গরু কিনলে,সেই গরু তাদেরকে গোবর ছাড়া আর কিছুই দিবেনা।এই কথা জানার পরেও তারা বাজারে যায় এবং কষ্ট করে পরবর্তী কয়েক বছর গোবর কুড়ানোর জন্যে গরু কিনে আনে।
পাদটীকাঃএই গরুরা নিজেরা না চরে বোকা পাবলিকদের রায়,তাদের দিয়ে নিজের গোবর পরিষ্কার করায় আর সমস্ত দুধ বাছুরকে খাওয়ায়।
উভয় সংকট কাকে বলে?
 
উত্তরঃউভয় সংকট হলো সেই অবস্থা যখন,একজন যাত্রী রাজশাহী থেকে ঢাকা যাবার শেষ বাসে উঠতে যাবেন,তখন তার প্রচণ্ড হাগু লাগলো।
১ম বন্ধুঃবল তো,টিকটিকি কী?
 
২য় বন্ধুঃটিকটিকি হলো সেই জীব যে,দেওয়াল আকড়ে পড়ে থাকে সারাজীবন।পোকা দেখলেই চোখ জ্বল জ্বল করে উঠে,খাওয়ার জন্যে ছুটে যায়।লেজ খসে পড়ে,আবার গজায়।এবার তুই বল তো,দুর্নীতিবাজ কে?
 
১ম বন্ধুঃদুর্নীতিবাজ হল সেই ব্যাক্তি যে,পদ আকড়ে পড়ে থাকে সারাজীবন।টাকা দেখলেই লোলুপ দৃষ্টিতে তাকায়,দখল করতে ছুটে যায়।পদ হারায়,আবার ফিরে পায়।
৫।পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যাক্তি কে?
 উত্তরঃসারাদিন অভুক্ত থাকার পর যে কেবল আয়েশ করে খেতে বসবে এমন সময় খাবারের উপর টিকটিকি হাগু করে দিলো,সে।
৬।সবচেয়ে মজাদার আলোকচিত্র কোনটা?
 উত্তরঃকিছু ছেলে খুব মনোযোগ দিয়ে পিসির কীবোর্ডের বোতাম চাপছে,কিন্তু পিসিটি অফ করা আছে।